রিয়াদে আওয়ামী পরিবার এর পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরন।
রিয়াদ প্রতিনিধিঃ
আজ রিয়াদ হারা সালিমার হোটেলর সামনে আওয়ামী পরিবার এর পক্ষ থেকে। কর্মহীন প্রবাসী শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ। নগত অর্থ বিতরনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর যুগ্ম সাধারন সম্পাদক,কাজি নাজিবুল মুবারক ও সহিদ মাদবর, রিয়াদ মহানগর যুবলীগ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি, শওকাত ওসমান চৌধুরী, সাধারন সম্পাদক, আরকান শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক, জুনায়েত মাদবর, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জসিম ফকির, হাবিব সরদার, রফিকুল মাদবর,সিপন সিকদার, রুমন,আমির রাইহান। করোনার এই মহামারীতে আওয়ামী পরিবার কে পাসে পেয়ে সকল কর্মহীন প্রবাসী শ্রমিক ধন্যবাদ জানান। উপস্থিত নেতৃবৃন্দ সকল শ্রমিকদের কে আশ্বস্ত করেন করোনাভাইরাস যদি এই ভাবে চলমান থাকে আগামী কিছুদিনের ভিতর আবার ও আপনাদের মাঝে অনুদান নিয়ে আসবো ইনশাআল্লাহ।