রিয়াদে সমেসী হসপিটালের প্রবাসী বাংলাদেশী স্টাফদের মিলন মেলা।
রিয়াদ সৌদি আরব প্রতিনিধিঃ-
সৌদি আরব রিয়াদে সমেসী হসপিটালের প্রবাসী বাংলাদেশী স্টাফদের মিলন মেলা স্থানীয় শিফার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলার হাইমচরের কৃতি সন্তান ইমাম হোসেনের সভাপতিত্বে রিয়াদের সমেসী সরকারি হসপিটালের স্টাফ সুপারভাইজার নাছিমা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন- স্বপন আহমেদ, সাইফুল ইসলাম,রাসেল আহমেদ,আওলাদ হোসেন, রাইসা ইসলাম সহ সমেসী হসপিটালের প্রবাসী ডাক্তার, নার্স,স্টাফ সহ আরো অনেকে।
পরিশেষে জান্নাতুল ফেরদৌস নূরার কেঁক কাটার মাধ্যমে নৈশভোজের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন।