সৌদি রিয়াদের হারায় কুমিল্লা জেলার বুড়িচং এর জাহাঙ্গীর আলমের মৃত্যু
মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ-
সৌদি রিয়াদের হারায় কুমিল্লা জেলার বুড়িচং এর জাহাঙ্গীর আলমের(৩৮)শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার ছিদ্দিকুর রাহমান ওরফে সাফর আলীর ছেলে।পাসপোর্ট নাম্বার-BP 0584578.
তাঁর বড় ভাই আলমগীর হোসেন জানান,গতকাল ৬ই এপ্রিল সোমবার রাতে হঠাৎ ঘুম থেকে উঠে বসেপরে। অসুস্থ্যবোধ করছিলেন বলে পানি পান করে। সেই পানি অনেক চেষ্ঠার পরও ভিতরে নিতে পারেনি। রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
রিয়াদের বাংলাদেশী পাড়া নামে পরিচিত হারা এরিয়ায় তিনি বসবাস করছিলেন।বর্তমানে তাঁর লাশ রিয়াদের সমেসী হাসপাতালের হিমাগারে রয়েছে।