পল্লী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশান কলারোয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০২:২২ পূর্বাহ্ন   |   খুলনা



মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

রবিবার দূপুর ১২ টায় কলারোয়া জি কে এম পাইলট মাধ্যমিকবিদ্যালয়ের হল রুমে মত বিনিময় সভায় একমি ল্যাঃ লিঃ কোম্পানির সাতক্ষীরা জেলা ম্যানেজার গোলাম আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশানের উপদেষ্টা কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর,গ্লোব ফামা' সিটিক্যলসের ডি এম দুলাল হোসাইন, ফামা'টেকের জি এম সালাউদ্দিন, এসিআই কোঃ এ এম সোহাগ আহমেদ, টেকনো ড্রাগসের আর এস এম মোঃ মনিরুজ্জামান, টেকনোর এফ এম তুসার কুমার নন্দী, ভেট ফারিয়া কলারোয়ার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঔষধ ব্যাবসায়ী শহিদুল ইসলাম, (PPCA) সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, আনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সান কোঃ এম ও নুরুজ্জামান, গীতা পাঠ করেন একমির এম ও অজয় কুমার, অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশানের যুগ্ন সাধারণ সম্পাদক ফামা'সিষ্ট এম এ মাসুদ রানা।

খুলনা এর আরও খবর: