যশোরে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় মেইন রাস্তার পাশে এক পুকুর থেকে রেজাউল করিম (৪০), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) পৌনে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে লাল শার্ট এবং একটি প্যান্ট পরা রয়েছে।
যশোর ডিবি পুলিশের একটি সূত্র থেকে নিহতের পরিচয় পাওয়া যায়, নিহতের পরিচয়,রেজাউল করিম (৪০), পিতা-ইউনুছ বয়াতি, সাং-টরকীর চর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।
পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, কে বা কারা এই ব্যক্তি কে হত্যা করে ফেলে গেছে এখনো তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
তিনি আরোও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।