বেনাপোল স্থল বন্দর দিয়ে ৯৬৭ মেট্রিক টন টিসিবির ছোলা আমদানি

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১০:৩১ অপরাহ্ন   |   খুলনা



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র রমজানে দেশের বাজারে ছোলার চাহিদা মেটাতে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৯৬৭ মেট্রিক টন টিসিবির ছোলা আমদানি হয়েছে।

 

চলতি সপ্তাহের গত ৪ মার্চ প্রথম চালানে বন্দর থেকে খালাস হয় ৪০০ মেট্রিক টন ছোলা। এসব ছোলা প্রতি মেট্রিক টন ৭৮০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়।

 

অপরদিকে বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ৫৬৭ মেট্রিক টন ছোলা। যা আজ সন্ধ্যা নাগাদ খালাস হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

 

এসব ছোলা খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজ পত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট। 

 

এ সিএন্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী আতিয়ার রহমান হাবু জানান, রমজান মাস উপলক্ষে সরকার ৪ হাজার মেট্রিক টন ছোলা বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ৪০০ টন ছোলা বেনাপোল বন্দর থেকে খালাস হয়েছে। আরো ৬৬৭ মেট্রিক টন ছোলা বেনাপোল বন্দরে এসেছে। এছাড়া পরবর্তীতে বাকি ২৯৩৩ হাজার মেট্রিক টন ছোলা আসবে বলে তিনি জানান।

খুলনা এর আরও খবর: