বেনাপোলে ভারতে ট্রাক থেকে মাদক উদ্ধার আটক-১

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন   |   খুলনা



মনা,নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে অভিনব কায়দায় সিটের নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি সদস্যরা। 


সোমবার (১ জুলাই) রাতে বেনাপোল বন্দরের শেড থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করা হয়।  


এসময় ভারতীয় ট্রাকচালক রফিকুল মন্ডল (২৪) কে আটক করা হয়। আটক ট্রাকচালক ভারতের পেট্টপোল সীমান্তের নাছির আলী মন্ডলের ছেলে।


কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে ভারতীয় ট্রাক তল্লাশী করা হয়। এসময় ট্রাকচালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা। 


কাস্টমসের ডিসি অথলো চৌধুরী বলেন, বন্দর থেকে ফেনসিডিল উদ্ধার হওয়া ভারতীয় ট্রাক জব্দ করা হয়। উদ্ধার মাদক ও ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা এর আরও খবর: