কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৪:০৭ অপরাহ্ন   |   কোটালীপাড়া


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান এ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করা হয়েছে।


আজ শনিবার ভোরে উপজেলা সদরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ ও কোটালীপাড়া থানা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।


এসময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ,সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ওসি লুৎফর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না,প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।