সিরাজগঞ্জের ঝুরঝুরিকে হাজী সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:১৩ অপরাহ্ন   |   আইন আদালত


জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :

আলহাজ্ব মীর আরিফুল ইসলাম লিটনের উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশের ঝুরঝুরিতে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে শনিবার দিনব্যাপী ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসা মাঠে শতশত হাজীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  হাজী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন। সমাবেশে হজ্ব ও ওমরা পালনে  বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন বক্তারা। হাজীরা জানান,তাড়াশ-সলঙ্গার সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন। এটা আমাদের গর্ব। দীর্ঘদিন ধরে তার  ব্যবস্থাপনায় এলাকার অনেক ব্যক্তি মক্কা -মদীনায় হজ্ব ও ওমরা সুষ্ঠ ও সুন্দর ভাবে পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় হজ্ব ও ওমরা গমনেচ্ছুক ও এলাকার সম্মানীত ব্যক্তিদের নিয়ে তিনি প্রতি বছরই  হাজী সমাবেশ করে থাকেন। এমন মহৎ উদ্যোগ গ্রহন করায় সকল হাজীসহ আমন্ত্রিত অতিথিরা খুব আনন্দিত। মীর আরিফুল ইসলাম লিটনের মাধ্যমে হজ্বে গিয়ে মক্কা-মদীনায় থাকা,খাওয়াসহ হজ্বের সকল কাজে ইতিমধ্যেই মীর আমেনা ট্রাভেলস্ সুনাম অর্জন করেছেন।  হাজী সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত হাজীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হাজীদের নিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মেহমানের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।

আইন আদালত এর আরও খবর: