সংসার টিকিয়ে রাখতে সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন "

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২০, ১১:৩০ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার


প্রতিবেদক  - মোঃ রফিকুল ইসলাম  ঃ

সংসার এমন একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ  বন্ধন যার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ হয়। 

তিনটি গুরুত্বপূর্ণ শব্দের সমন্বয়ে টিকে থাকে পৃথিবীর প্রতিটি সংসার নামক আশ্চর্য রকমের 

একটি অকৃত্রিম বন্ধন !!! 

১!বিশ্বাস 

২!ভালোবাসা ও

৩!স্যাক্রিফাইস (ত্যাগ)

বিশ্বাস থাকলে ভালোবাসা থাকবে আর ভালোবাসা থাকলে তার জন্য যে কোন 

ত্যাগ স্বীকার করা যাবেই। আবার এই

তিনটি জিনিসের মধ্যে কোনটির অভাব 

থাকলেই তাসের ঘরের মতো ভেঙে যাবে

আপনার সংসার,আশ্চর্য রকমের বন্ধন !!! 

তাই আপনার সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন। 

তাকে বেশি সময় দিন,সে কি চায় সেটা জানতে

চেষ্টা করুন । সে যেটা চায়,সেটা সত্যি কি আপনার মধ্যে নেই..? যদি সত্যি-ই আপনার মধ্যে না থাকে 

তাহলে তার সাথে খোলামেলা আলোচনা করুন। কোন ভুল হলে সঙ্গীর কাছে ক্ষমা চান। এতে আপনার ব্যক্তিত্ব সুদৃঢ়

 হবে এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও মধূময় করে তুলবে। সঙ্গী অন্য পথে পা বাড়ালে দায়ভার আপনাকেই নিতে হবে ।  অবশ্য আপনি যদি সঙ্গীর মনের মতো না হোন তাহলে তাকে আলোচনার মাধ্যমে মুক্ত 

করে দেয়াই উত্তম পন্থা। তবে Don't give up(হাল ছেড়ে দিবেন না)..শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করুন

সঙ্গীকে জয় করার ।  মনে রাখবেন,সাতবার যুদ্ধ করার পরে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ইংরেজদের হাত থেকে নিজ দেশকে স্বাধীন করতে

পেরেছিলো!  তবুও তিনি হাল ছাড়েন নি !!!

মিডিয়া কর্নার এর আরও খবর: