গোপালগঞ্জ মুকসুদপুরে সর্বত্র চলছে কঠোর লকডাউন
শহিদুল ইসলাম শহিদ ঃ
২ জুলাই২০২১, শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ নেতৃত্বে চলছে প্রশাসনের অভিযান। এসময় বিধি নিষেধ অমান্যকারী কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ক্ষুদ্র, অসহায় ও দরিদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেছেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজারেরর দোকানীদের ও পথচারীদের কে লকডাউন ও স্বাস্হ্যবিধিনিষেধ সম্পর্কে সচেতনতা মুলক মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব,যথাসম্ভব ভীড় এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজোবায়ের রহমান রাশেদ। এসময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভূইয়া, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি অধিগ্রহন অফিসার মোহাম্মদ ইউসুফ, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃআজম ও সেনাদল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম ও আনসার ও ভিডিপি বাহিনীর কয়েক জন,
দৈনিক খবরের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ ,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান হাদি,দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃহাফিজুর রহমান লেবু, সিএনএন টিভির উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াসিম মিয়া,সৃষ্টি টিভির উপজেলা প্রতিনিধি মোঃমামুন হোসেন। এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময় সীমা নিধারন করে দেয়া হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, "চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি বিপর্যয় মোকাবেলায় এই কঠোর লকডাউনের বিকল্প নাই।