ঝিনাইদহে সপ্তাহব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপ্তি।

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১০:১০ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

 ঝিনাইদহে শেষ হয়েছে নারীদের সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ। বুধবার দুপুরে শহরের সোতোকান দো কারাতে স্কুলে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ব্যবসায়ী নেতা নাসিম উদ্দিন, মনিরুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি শাহিনুর আলম লিটন, মতিউর রহমান, শিক্ষক ও সাংবাদিক কে এম সালেহ, সোতোকান দো স্কুলের পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু, প্রথম আলো বন্ধু সভা ঝিনাইদহের আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান। নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে গত ৫ নভেম্বর শহরের সোতোকান দো কারাতে স্কুলে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ৩০ জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করেন কারাতে প্রশিক্ষক কাজী আলি আহম্মেদ লিকু।

জাতীয় এর আরও খবর: