নড়াইলের কালিয়ায় আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন   |   রাজনীতি



মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

দিবসটি উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিকালে আনন্দ র‍্যালি কালিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়া ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।


আনন্দ র‍্যালিতে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবলীগের নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান, যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মোল্লা, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোল্লা ইমদাদুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, যুগ্ন আহবায়ক আশীষ ভট্টাচার্য, যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাবরা হাচলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল,নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জামান হাদি, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান মোল্লা, যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমান ওসি, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক এস এম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরীসহ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ। 


র‍্যালি শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালিয়া ডাকবাংলো মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কালিয়া উপজেলা যুবলীগ।


মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ 

০১৭১৬৭৯৭৮৫৯

১০/০১/২০২৩

রাজনীতি এর আরও খবর: