যশোর বেনাপোলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন কেন্দ্র করে এমপি আফিল উদ্দিনের বিভিন্ন সংগঠনকে দিকনির্দেশনা প্রদান

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন   |   রাজনীতি



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ৪ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র বেনাপোল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। সমাবেশে লোকসমাগম ঘটাতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শেখ আফিল উদ্দিন এমপি আগন্তুক উপজেলার সর্বাঞ্চলের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও চেয়ারম্যান-মেম্বরদের আগামী ৪ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বেনাপোল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহবান জানান।


তিনি বলেন, এদিন বেনাপোল বলফিল্ড মাঠ লোকে লোকারণ্য করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুধী সমাবেশের বিশাল মাঠ মানুষে মানুষে কানায় কানায় ভরে তুলতে হবে। এজন্য ৩ মার্চ পর্যন্ত উপজেলার প্রত্যেক গ্রামে/ওয়ার্ডে/পাড়ায়/মহল্লায় আলোচনা সভা ডেকে আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের কথা জনসম্মুখে তুলে ধরতে হবে। ওইদিন বিশাল জনসমাগমের মাধ্যমে মন্ত্রীকে বরণ করে দেখিয়ে দিতে হবে, দেশব্যাপী আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার শার্শাবাসী ভোলেনি।


বেনাপোলে স্বরাষ্ট্রমন্ত্রীর সুধী সমাবেশ থেকে দৃঢ়কন্ঠে আওয়াজ তুলতে হবে, আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিকল্প দেশ উন্নয়নের মার্কা নেই।


এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ,যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম,যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,যুব মহিলালীগের সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক লতিফুন নাহার, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল৷


শ্রমিলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন,বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জেল হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, চেয়ারম্যান বজলুর রহমান, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হোসেন আলী, চেয়ারম্যান মুকুল, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরফদার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আযাদ, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মফিজুর রহমান৷


পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নেতা নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, চেয়ারম্যান তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চেয়ারম্যান আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতাসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রাজনীতি এর আরও খবর: