সিলেটে মাহফিলের অনুমতি পেলেন মামুনুল হক

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন   |   ধর্ম


আলোচিত বার্তা ডেস্কঃ

এবার শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করার শর্তে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হককে মাহফিলে আসার অনুমতি দিয়েছে প্রশাসন।সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামেয়া মাদানিয়া কাজিরবাজারের ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন তিনি।

দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষদিন শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনি হযরত শাহজালালের (রহ.) জীবনীর ওপর ওয়াজ করবেন। এরপর সড়কপথে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ।তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান সমাপ্ত করবেন।

এদিকে সুনামগঞ্জের ছাতকে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হক উপস্থিত থাকার কথা রযেছে।

তবে প্রশাসনের অনুমতি নিয়ে দ্বিধায় রয়েছেন আয়োজকরা। আয়োজনকারীরা অবশ্য বলেছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। মামুনুল হককে সুরক্ষা দিতে ২০০ যুবকের স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে।

ধর্ম এর আরও খবর: