ছাগলনাইয়া জাসদ ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত ||সভাপতি আলমাস ও সাধারণ সম্পাদক জাবেদ ||
সাখাওয়াত হোসেন(ফেনী)
ফেনী ছাগলনাইয়া উপজেলা উৎসবমুখর পরিবেশে জাসদ ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল বিকালে উপজেলা ডাক বাংলায় অনুষ্ঠিত হয়।
আলমাস হোসাইন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলার সভাপতি মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল ইসলাম মাস্টার ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন হৃদয়।
এতে আরো উপস্থিত ছিলেন,জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর,ফেনী জেলা জাসদের সহসভাপতি হাজী নুরুল আমীন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সহ-সভাপতি মাহমুদা আকতার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ রিপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বশর,পৌর জাসদের সভাপতি কাজী মিলন,পৌর অর্থ সম্পাদক এম জায়নাল আবেদীন মিয়াজী, পৌর প্রচার সম্পাদক মহি উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ছাগলনাইয়া জাসদ ছাত্রলীগের পুনরায় সভাপতি মনোনীত হয় আলমাস হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল আল জাবেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।