ছাগলনাইয়া'য় সৌদিয়া কমিউনিটি সেন্টার ও হাজী করিম উল্যাহ একাডেমি'র পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
সাখাওয়াত হোসেন (ছাগলনাইয়া) প্রতিনিধি
শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা হাজারি পুকুর এলাকার সৌদিয়া কমিউনিটি সেন্টার ও হাজী করিম উল্যাহ একাডেমির পরিচালক বিল্লাহ হোসেন বিলালের পক্ষ থেকে সোমবার( ১০ ই মে) সকালে প্রায় ১২০০ শত পরিবার কে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ উপহার মোধ্য রয়েছে শাড়ী ও লুঙ্গি। প্রায় ৭লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ করেন বিল্লাহ হোসেন বেলাল।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সেলিম, সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, বাবুল সওদাগর, আ'লীগ নেতা শাহজাহান ও সাংবাদিক সৈয়দ কামাল প্রমূখ।
বিল্লাহ হোসেন বেলাল বলেন, আমরা প্রতিবছর ঈদে ঈদ উপহার বিতরণ করে আসতেছি তার ধারাবাহিকতায় এবারও ঈদ উপহার বিতরণ করলাম এবং আগামীতে চলমান থাকবে ইনশাআল্লাহ।