ফুটবল ইতিহাসের একমাত্র প্লেয়ার লিওনেল মেসি।

 প্রকাশ: ০৭ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   খেলাধুলা



প্রতিবেদকঃ টিপু সুলতান 


আর্জেন্টিনা সময়ের সেরা দল,ওরা যে দূর্বার, কাতার বিশ্বকাপের শক্ত দাবিদার। পরিসংখ্যান দেখলে সহজেই বুঝা যায় টানা ৩৩ ম্যাচ অপরাজিত। ইউরো চ্যাম্পিয়ান ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফিনালিসিমা ট্রফি এখন আর্জেন্টিনার ঘরে। 


দারুণ ছন্দে থাকা মেসি বাহিনী গতকাল তুলনামূলক কম শক্তিশালী টিম এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো। যদি ও কোচ স্কালোনি গত ম্যাচের একাদশ থেকে ৮ জন প্লেয়ার বিশ্রামে দিয়ে শুরু একাদশ সাজিয়েছিলো। সাইডবেঞ্চ ঝালিয়ে নেওয়া জন্য। 


সাইডবেঞ্চ নিয়ে মাঠে নেমেছিলো মেসি।তবু ও শুরু থেকে দাপট দেখিয়ে ২-০ গোলে বিরতিতে যায়। আর গোল দুটো আসে মেসির পা থেকে। অবশ্যই পুরো মেসে এস্তোনিয়াকে পাত্তা না দিয়ে ৫-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। আর এই ৫ গোলই করে মেসি একা।


এই ৫ গোলের জন্য ইতিহাসের একমাত্র প্লেয়ার লিওনেল মেসি এখন যে জাতীয় দলের & ক্লাবের হয়ে এক ম্যাচ ৫ গোল করেছে। মেসি যে কি এটা নতুন করে প্রমান করার কিছু নাই। শুধু সেটার ধারাবাহিক রেখেই চলেছে। কে জানে কই গিয়ে সমাপ্ত হয় মেসির ক্যারিয়ার। এটাই দেখার অপেক্ষায় মেসি ভক্তরা।

খেলাধুলা এর আরও খবর: