ব্রাজিল জয় দিয়ে শুরু করলো কোপা আমেরিকা মিশন।

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ০২:০২ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার, আউয়াল ফকিরঃ

 প্রথম ম্যাচে ভেনিজুয়ালাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

হারিয়েছে সত্য, ফুটে উঠেছে ব্রাজিলের ফিনিশিং লাইন খানিকটা দুর্বল। গোল সংখ্যা আরো বেশি হতে পারতো যদি নেইমার ও রিচার্লিশনের কয়েকটি সহজ গোল মিসের কারণে গোল সংখ্যা বেশি হয়নি।

বাজে ফিনিশিং বলেন বা ব্যাড লাক, নেইমার যে তিনটা গোল মিস করেছে সেগুলো নেইমারের নামের সাথে যায়না। সাথে রিচার্লিসনও আজ কয়েকবার সুযোগ মিস করেছে। সাথে রিচার্লিসনও আজ কয়েকবার সুযোগ মিস করেছে।


আজকের ম্যাচে ব্রাজিলের এ্যাটাক ও ডিফেন্স দুর্দান্ত। কিন্তু মিডে নাজেহাল অবস্থা। মিড থেকে যা ক্রস আসছে সব নেইমারই ক্রিয়েট করছে। বলতে গেলে ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডার কাগজে কলমে মাঠে থাকলেও ম্যাচে তার খুজে পাওয়া মুশকিল। মিডের কাজটা ভালো ভাবে সামাল দিয়েছেন নেইমার।


বিগ ম্যাচে গোল মিস পোড়াবে। তাই নেইমারকে এমন বাজে ফিনিশিং নিয়ে কাজ করা উচিত। যারা প্রতিনিয়ত তার খেলা দেখে তারা জানে আগের নেইমারের থেকে বর্তমান নেইমারের ফিনিশিং প্রবলেমটা। 


তিনি চান্স মিস করলেও ব্রাজিলের তিনটা গোলেই তার নাম জড়িয়ে রয়েছে। প্রথমটাতে পরোক্ষভাবে তার অবদান রয়েছে। ২য় গোলটি নিজে করেছেন এবং শেষের গোলটা ঠান্ডা মাথায় গ্যাবিগোলকে দিয়ে করিয়েছেন নেইমার।

খেলাধুলা এর আরও খবর: