মোরেলগঞ্জে জমি দখল, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সাংবাদিক সম্মেলন ।

 প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৪:২০ পূর্বাহ্ন   |   সারাদেশ




স্টাফ রিপোর্টার: মো:পলাশ হাওলাদার হাছিব।


বাগেরহাটের মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় জমি দখল, দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগি বারইখালী গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম বাবলু।


রবিবার (১২ জুন) দুপুরে সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন তাজুল ইসলাম। লিখিত অভিযোগে সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেন, মোরেলগঞ্জ পৌরসভাধীন নব্বইরশি ১১৫ নং সরালিয়া মৌজায় এসএ ১/৮২৩ নং খতিয়ানের এসএ দাগ ৬৭২ ও ৬৬৭ এর ০.২৮৫ একর জমির প্রকৃত মালিক মোঃ রুস্মান হোসেন ও নুরুন্নাহার পলি'র কাছ থেকে ০৭/০২/২২ খ্রিঃতারিখের রেজিস্ট্রীকৃত দলিল নং ৬৬৩/২২ ও ১৩/৩/২২ তারিখের রেজিস্ট্রিকৃত দলিল নং ১৩৫৮/২২ মূলে ক্রয় করে জমির দখল বুঝে নেন। উক্ত জমিতে পরবর্তীতে ২ টি দোকানঘর করে ভোগদখল করতে থাকি। কিন্তু পশ্চিম সরালিয়া গ্রামের আঃ করিম তালুকদারের ছেলে সিফাতুল্লাহ তালুকদার ও হাবিবুল্লাহ তালুকদার এবং চালতাবুনিয়া গ্রামের মৃত মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ হাচান মোল্লা ব্যক্তিবর্গ প্রভাবশালীদের সহায়তায় আমাকে আমার কবলাকৃত জমি থেকে উচ্ছেদ করা সহ নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এ নিয়ে আদালতে ১৪৪ ধারার মামলা চলমান রয়েছে। তাসত্তেও গত ১০ জুন শুক্রবার দিবাগত গভীর রাতে তারা এবং আরও ১০-১২ জন ভাড়াটে লোকজন নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র সহকারে অবৈধভাবে আমার উল্লেখিত জমিতে অনধিকার প্রবেশ করে আমার ২ টি দোকান ভাংচুর করে এবং তাতে থাকা উন্নত ফার্ণিচার ও ফার্ণিচারের মালামাল লুট করে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। বিষয়টির ভিডিও ফুটেজ সংগ্রহে আছে বলেও তিনি উল্লেখ করেন।

সারাদেশ এর আরও খবর: