সন্দ্বীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরামের উত্তর সন্দ্বীপ কলেজে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন   |   সারাদেশ


পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ,


সন্দ্বীপ উপজেলা কালাপানিয়া ইউনিয়ন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের  ছাত্র ছাত্রী মাঝে  রক্তের গ্রুপ নির্ণয় করাসহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসুচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ  ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরামের সভাপতি মো: জাহেদ হাসান। 


ব্যয় করি কিছু সময়, রক্ত দিয়ে করবো মোরা মানবতার জয় এই শ্লোগান নিয়ে গড়ে উঠা সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম শ্লোগানকে ধারন করে ২৪ এ সেপ্টেম্বর রোজ রবিবার  এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত ক্যাম্প এর উদ্বোধন করেন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মো: মোশারফ।

সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আরাফাত রহমান।তিনি বলেন আমরা প্রায় প্রতি মাসে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি।সামনে আরো বড় পরিসরে আমরা এই আয়োজন করবো।যেনো প্রত্যকটি মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী হয়।


এই সময় উদ্বোধক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোশাররফ  বলেন আপনারা যেই কাজটি করেছেন এটি একটি মহৎ কাজ, আজ কলেজ ক্যাম্পাসে এসে যেই ভাবে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড ক্যাম্প করছেন তার জন্য সাধুবাদ জানাই।।আপনাদের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করছি।।


সন্দ্বীপ ফ্রেন্ডস  ব্লাড ডোনার ফোরাম সেচ্ছাসেবী ইসরাত জাহান ফারিয়া বলেন আমরা সচেতনতা নিয়ে কাজ করি,যাতে করে রক্তের অভাবে আর যেন না ঝরে একটি ও প্রাণ। আপনাদের সবার আর্শিবাদে আমরা প্রতি সপ্তাহে ক্যাম্প করে যাচ্ছি মানবতার কল্যানে।।আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন আমরা একদিন আমদের লক্ষ্যে পোঁছাতে পারবো।।সেই দিন আর বেশি দুরে নয়,যেই দিন ঘরে ঘরে রক্ত দাতা তৈরি হবে।।আপনাদের ভালবাসায় আমরা সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করতে পারবো বলে বিশ্বাস করি।।


এর পর একে একে বক্তব্য রাখেন, সন্দ্বীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক ইলিয়াছ সুমন,প্রভাষক আবুল আসাদ,প্রভাষক কাজী সাইদ,প্রভাষক রাশেদ ছোবহান চৌধুরী, প্রভাষক শেখ ফরহাদ,প্রভাষক মোহাম্মদ সিরাজ,ভোরের আওয়াজ সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক মাহামুদ।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাতার সন্দ্বীপ প্রতিনিধি মো:দিদারুল আলম,ডা: আবু তালেব,তারিফ হৃদয়,নজরুল ইসলাম, হৃদয়,ইসরাত জাহান ফারিয়া,নাজমুন নাহার লিজা,ইয়াছিন আরাফাত,খোদেইফা প্রমুখ।


সন্দ্বীপ ব্লাড ডোনার সোসাইটির  সভাপতি মো: জাহেদ হাসান বলেন,অত্যন্ত উৎসব মুখুর পরিবেশে, আমরা  ক্যাম্পিং কার্যক্রম সম্পূর্ন  করেছি।আপনাদের সবার ভালবাসা থাকলে আমরা প্রতি সপ্তাহে ক্যাম্প করে যাবো।।দেহে আছে যতক্ষন রক্ত, করে যাবো কাজ মানবতার কল্যানে।পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করেন।।

সারাদেশ এর আরও খবর: