শার্শা থানার পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারি আটক

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন   |   সারাদেশ



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।


আটক আসামী হলেন,যশোরের কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের হেলাল শেখের স্ত্রী সাবানা (৩৭) ও গফফার খানের স্ত্রী ফাতেমা (৩০) উভয় থানা কোতোয়ালি যশোর।


রোববার (০১ অক্টোবর) দুপুরে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দিন জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা পার্কের মোড় হতে শার্শা বাজারগামী জনৈক ফজের আলীর বাড়ির সামনে কাঁচা মাটির রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।


মাদকদ্রব্য, যার মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: