সিটি হাসপাতালের এমডি আলহাজ্ব ছরওয়ার কোম্পানিকে বিশেষ সম্মাননা প্রদান

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন   |   সারাদেশ



নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম 


সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিক্সস ফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ছরওয়ার কোম্পানিকে লোহাগাড়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  


লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি, সাতকানিয়া লোহাগাড়া বার্তা পত্রিকার বার্তা সম্পাদক ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিনের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদল তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।


উল্লেখ্য, আলহাজ্ব ছরওয়ার কোম্পানি করোনা কালীন সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখেন। এছাড়া শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি।

সারাদেশ এর আরও খবর: