কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ



জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:

প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরবর্তী জনসাধারনের জন্য “ফ্রী” মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোরেশী ফাউন্ডেশন এর আয়োজনে ও তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ) হিফজুল কোরআন শিক্ষা কেন্দ্রের সহযোগীতায় “ফ্রী” মেডিকেল ক্যাম্প সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রামপাশা, রামপুর ও গোপাল নগর এলাকার ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয় ও তাদের মাঝে ফ্রী ঔষধ বিতরন করা হয়।


এসময় চিকিৎসা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোরেশী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহমেদ, সহকারী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন ডা.নিলয় চন্দ্র দাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সিরাজুল ইসলাম, দ্যা নিউ লাইফ হাসপাতাল শ্রীমঙ্গলের এমডি (এইচ.আর) এবং আর.এম.ও ডা. আব্দুল্লাহ আল মামুন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. রুকসানা আক্তার জুঁই।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, খন্দকার আনোয়ার মাসুম, খন্দকার রফিক মাহমুদ, সৈয়দ সাদত হোসেন, সৈয়দ নাজমুল হাসান মিঠু ও এনজিও কর্মী ফরহাদ আহমেদ প্রমূখ।

সারাদেশ এর আরও খবর: