কালকিনিতে বীর মুক্তিযোদ্ধার সাথে ডাক্তারের অসদাচরণের অভিযোগ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে এক বীর মুক্তিযোদ্ধার সাথে অসদাচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ডিউটিরত ডাক্তার রাজেশ মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী।
ঘটনা সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার দুপুরে আবুল বশার বেপরী নামে রোগী আহত অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এসময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী। এসময় তিনি জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজেশ মন্ডল কাছে রোগীর অবস্থা জানতে চাইলে ডাক্তার তাকে বলেন, দোতালায় গিয়ে নার্সের থেকে যেনে নিন। এসময় ফজলুল হক বেপারী দোতালায় গিয়ে নার্সের কাছে রোগীর অবস্থা জানতে চাইলে কর্তব্যরত নার্স বলেন ডাক্তার ভালো বলতে পারবেন। পরে তিনি রোগী বেডে গেলে দেখতে পান প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত বেডে তাকে ভর্তি করে রাখা হয়েছে। কেন তাকে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত বেডে রাখা হয়েছে এটা কি সরকারি নিয়মের মধ্যে পরে কিনা যানতে চাইলে ডাক্তার রাজেশ মন্ডল বলেন, দেশে এখন আবার কোন সরকার আছে নাকি? এ ছাড়াও বর্তমান সরকারের সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন তিনি। এই কথার প্রতিবাদ করলে ওই ডাক্তার তার সাথে অসদাচরণ করলে মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী হাসপাতাল থেকে বের হয়ে আসেন এবং সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরে ঐ ডাক্তারের বিচার দাবি করেন।
এবিষয়ে ডাক্তার রাজেশ মন্ডলের যোগাযোগ করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে সে মোবাইল ধরেননি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস. কে. এম শিবলী রহমান ঢাকায় অবস্থান করার কারনে তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।