সিরাজগঞ্জে ম্যাগজিন ও গুলিসহ দুটি শর্টগান উদ্ধার

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ



জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি মসজিদের সিড়ির নিচ ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুই অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী বাজার এলাকায় একটি মসজিদের সিড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি জানান, স্থানীয় মুসল্লিরা ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগ থেকে দুটি অত্যাধুনিক শর্টগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র দুটি কে বা কারা ফেলে রেখেছিল সেটির বিষয়ে খোঁজ চলছে।

সারাদেশ এর আরও খবর: