বিডি ক্লিন এর আজকের কার্যক্রম, পরিচ্ছন্ন মেট্রোরেল স্টেশন ।
লিটন ইসলাম
উত্তরা, ঢাকা।
১১/১০/২০২৪
একটি ছোট ময়লা, যা একনজরে তেমন গুরুত্ব পায় না। ঠিক তেমনই আমাদের সমাজে একটি ছোট পদক্ষেপও হতে পারে পরিবর্তনের সূচনা। যখন আমরা আমাদের আশেপাশে একটি ময়লা পরিষ্কার করি তখন আমরা শুধু পরিবেশকে উন্নত করি না বরং আমাদের মনোভাবকেও বদলে দিই। এই চিন্তা চেতনা থেকেই আবারো আজ বিডি ক্লিন এর সেচ্ছা-সেবীদের অংশগ্রহণে সজীবতা ফিরে পেয়েছে মেট্রো রেল স্টেশন এর উত্তরা উত্তর স্টেশন। উন্নত বাংলাদেশ গড়তে, পরিচ্ছন্ন বাংলাদেশ এর বিকল্প নাই। এই উদ্যমী তরুণরাই বার বার ফিরে ছুটে আসছে মানুষের মনের ময়লা চিন্তা গুলো দুর করতে।
স্বেচ্ছাসেবী তরুণ তরুণীরা বিকাল ৩টায় উত্তরা উত্তর স্টেশন এ সমবেত হয়ে উপস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পথচারী শিশু কিশোর বৃদ্ধ সকলকে উদ্বুদ্ধ করেন আমাদের চারপাশের ময়লা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থান অথবা ডাস্টবিন ব্যবহার করতে। এরপর সকলকে একসাথে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে শপথ বাক্য পাঠ করানো হয়। স্বেচ্ছাসেবীরা যখন মেট্রো রেলস্টেশনের চারপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করছিল , তখন চারপাশের সাধারণ মানুষ তাদের সাথে যত্রতত্র পড়ে থাকা ময়লা গুলো অপসারণ করতে শুরু করে এবং মুহূর্তেই মেট্রো রেল এর চারপাশ একটি পরিচ্ছন্ন পরিবেশে রূপান্তরিত হয়। উপস্থিত সকলেই উপলব্ধি করতে পেরেছিল একটু সতর্কতা আর একটু পরিছন্ন চিন্তা পারে আমাদের চারপাশের পরিবেশটাকে সুন্দর রাখতে।
বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবীরা সেই সঙ্গে সকলের কাছে আহ্বান করে যে যদি আমরা সবাই মিলে নিজেদের স্থান থেকে একটি ছোট ময়লা তুলতে এগিয়ে আসি, তাহলে আমরা গড়ে তুলতে পারি একটি স্বাস্থ্যকর, সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ। সকলে এগিয়ে আসুন তারুণ্যের এই "নোংরা মানুসিকতার" বিরুদ্ধের সংগ্রামে, একজন পরিচ্ছন্ন যোদ্ধা হিসেবে।