মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যুব অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন   |   সারাদেশ




মানিকগঞ্জ থেকে,



মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যুব অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।




শুক্রবার (১১ অক্টোবর) সকালে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।



জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্ববায়ক, আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ (কেন্দ্রীয় সংসদ) সাধারণ সম্পাদক নাদিম হাসান।


 


বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি মোমিনুর রহমান ও সাধারণ সম্পাদক তারা মোল্লা স্বাক্ষরিত জেলা শাখার প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।



কমিটিতে ৪ জন সহ-সভাপতি, ৪ জন সহ সম্পাদক ও ৩ জন সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন বলে জানানো হয়েছে। 


 


পূর্ণাঙ্গ কমিটিতে মো উজ্জল মোল্লা সভাপতি, মোহাম্মদ রাব্বি সোহেল সাধারণ সম্পাদক এবং আল আমিন হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।



নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দৌলতপুর উপজেলা শাখার যুব অধিকার পরিষদের নতুন এই কমিটি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।



মানিকগঞ্জ থেকে,


মো:- আরিফুর রহমান অরি

সারাদেশ এর আরও খবর: