যশোর শার্শা উপজেলায় বাগআঁচড়ায় ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলাধীন ৮ নম্বার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডব্লিউবি কার্ডধারী সুবিধাভোগী ৩০৮ জন মহিলার হাতে জুলাই ও আগষ্টের ৩০+৩০= ৬০ কেজি করে মোট ১৮,৪৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।


সোমবার (১৪ অক্টোবর) সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন আহবায়ক মো. জাহাংগীর হেসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও বিএনপির নেতা কুদ্দুস আলী বিশ্বাস, শাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম হোসেন আশা, আলমগীর কবির, শার্শা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. নাজমুল হাসান, ইউপি সচিব মিলন হোসেন সহ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।

সারাদেশ এর আরও খবর: