থ্রি-হুইলার বন্ধে হাইওয়ে ওসির মাইকিং
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গত ১১ অক্টোবর ওসি মোহাম্মদ জাকির হোসেন মোল্লার যোগদানের পর হতে হাটিকুমরুল মহাসড়কে শৃঙ্খলা ফিরে আনতে নিজেই মহাসড়কে মাইকিং শুরু করেছেন। অটো রিক্সা,ইজিবাইক,সিএনজিসহ ইঞ্জিন চালিত থ্রি-হুইলার মহাসড়কে না চালাতে প্রচারাভিযান শুরু করেছেন।এ ছাড়াও অদক্ষ চালক,লাইসেন্স বিহীন গাড়ি,হাই্রোলিক হর্ণ,স্পিড গানসহ অবৈধ যানবাহন থেকে জরিমানাও আদায় শুরু করেছেন।এ সব জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি জাকির হোসেন মোল্লা।আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের নলকা,পাঁচলিয়া,সাহেবগঞ্জসহ হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় প্রচারাভিযান কালে সাংবাদিকদের জানান,ছাত্র আন্দোলনের গণঅভ্যুথানের পর হতে হাটিকুমরুল মহাসড়কে থ্রি-হুইলার দ্বারা অরক্ষিত ছিল।তাই
মহাসড়কে দাপিয়ে বেড়ানো এ সব তিনচাকার যানবাহন ড্রাইভারদের জানিয়ে দেয়া হলো।পরবর্তীতে মহাসড়কে উঠলেই ব্যবস্থা নেয়া হবে।