যশোর শার্শায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এ স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান ৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার নূর ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।