যশোর র‍্যাবের অভিযানে শার্শায় বসতপুর এলাকা থেকে ফেনসিডিলসহ আটক ৩

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ১২৮ (একশত আঠাশ) বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে যশোর র‌্যাব ৬- এর সদস্যরা।


মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭ টার সময় শার্শা থানাধীন বসতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস।


আটককৃতরা হলেন, শার্শা থানার অগ্রভুলট গ্রামের জাহাংগীর আলমের ছেলে জুয়েল রানা (২১), মনিরামপুর থানার মোহনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাচান (৩২), ও বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান নেদা'র ছেলে সাকিব হোসেন (১৯)।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নে ৫ নম্বার ওয়ার্ড বসতপুর গ্রামে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে, এমন তথ্যের ভিত্তিতে বসতপুর মাঠপাড়া লালটু মিয়ার দুইতলা বাড়ির সামনে গোগা টু সাতমাইল গামী পাকা রাস্তার উপর হইতে ১২৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও চারটি মোবাইল ফোনসহ তাদের তিনজন হাতেনাতে আটক করেন।


যশোর র‌্যাব ৬-এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (ফ্লাইট লেফটেন্যান্ট) রাসেল জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: