রায়গঞ্জে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ন কবিরেরর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মত বিনিময় হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন । আমি যতটুকো জানি এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে রায়গঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা নুরুল আমিন প্রমুখ।
মত বিনিময় সভায় সাংবাদিকেরা ২০২৪ এর নতুন বাংলাদেশে কোন বৈষম্য না করে অনিয়ম, দূর্নীতি আর উন্নয়নের দিকে নজর দেওয়ার আহবান জানান। সকল ইতিবাচক সহযোগিতায় উপজেলার গণমাধ্যম কর্মীরা উপজেলা প্রশাসনের পাশে থাকার কথাও ব্যক্ত করেন।
সভায় উপজেলার রায়গঞ্জ প্রেস ক্লাব, রায়গঞ্জ রিপোটার্স ইউনিটিসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।