২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহাজাহান কবিরের মরদেহ শার্শা দাউদখালী গ্রামের দাফন

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন   |   সারাদেশ



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের মরদেহ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।


রোববার (৩ নভেম্বর) রাত ২ টার সময় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩ টার সময় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় মৃত শাহাজানের গ্রামের বাড়ি দাউদখালী গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। এদিন সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


মৃত শাহাজাহান কবির একই গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।


নিহতের বাবা আমজির আলী ধাবক জানান, পরিবারের ভাগ্য ফেরাতে ২০২১ সালের মাঝামাঝিতে লিবিয়ায় পাড়ি জমায় শাহাজাহান। লিবিয়ার 


বেনগাজী শহরে কাজ করতেন তিনি।এবছর তার ছুটিতে দেশে আসার কথা ছিলো। হঠ্যাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এবং চিকিৎসারত অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ অক্টোবর মারা যান। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দুতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয় ২৫ দিন পর।


শার্শার বাগআচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বাড়িতে আসার পর বেলা ১১টায় জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ব্যাপার পরিবারের কোন অভিযোগ নেই বলে তিনি জানান।

সারাদেশ এর আরও খবর: