যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও মাদক সহ আটক-৮
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জনসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার আটক করা হয়েছে বলে জানান পোর্ট থানার ওসি রাসেল মিয়া। আটককৃতদের বাড়ি বেনাপোলের বিভিন্ন গ্রামে বলে জানান তিনি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পাটবাড়ি এলাকা থেকে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আবু বক্কর কাজী (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। সে বোয়ালিয়া গ্রামের মৃত চান্দালী কাজীর ছেলে।
এ ছাড়া ও বিভিন্ন মামলার পলাতক আসামীরা গোপনে বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের সোয়ারাব সিকদারের ছেলে হাচান শিকদার (৪৫), সাদিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম (২২), বারপোতা গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে নুর মোহাম্মাদ (৪৫), একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ (৪০), ভবারবেড় গ্রামের ইউছুপ হাওলাদারের ছেলে কামাল হোসেন (২৫), পুটখালি গ্রামের মৃত আব্দুল সাগর মোড়লের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও একই গ্রামের আব্দুস ছাত্তার মোড়লের পুত্র আরিফুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ প্রহরায় মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।