খুলনা বিভাগে আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৩ লাখ ৭৮ হাজার

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন  জেলা কার্যালয় কতৃক ১৩ নভেম্বর ২০২৪ তারিখ  ভোক্তা অধিকারের  ৬ টি  টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয়  দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। 


তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।


সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো নাজমুল হাসানের নেতৃত্বে  কলারোয়া উপজেলার  কলারোয়া বাজার ও সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৪,৫০০/- জরিমানা।


যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে বাঘার পাড়া উপজেলার খাজুরা  বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ১৩,০০০/- জমিমানা 


কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর  নেতৃত্বে কুমারখালী উপজেলার জয়বাংলা ও চৌরংগী বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ২৭,০০০/- জরিমানা। 


মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার  বাজারে অভিযান চালিয়ে ০৪টি প্রতিষ্ঠান-কে ১৩,৫০০/- জরিমানা।  


ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকুপা উপজেলার ধাতুই বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৭০,০০০/- জরিমানা। 


চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার মলাইপুর বাজার ও আলোকদিয়া বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ২,৫০,০০০ /- জরিমানা। 


অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। 

 জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: