শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বিশাল জনসভা অনুষ্ঠিত
মনা,যশোর শার্শা উপজেলা প্রতিনিধিঃ জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি'র কর্মপরিক্ল্পনা কেমন হওয়া উচিৎ,সে বিষয়ে আলোচনার জন্য যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার(২৩ নভেম্বর/২০২৪) ইং তারিখ বিকাল ৩টায় ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নিজামপুর প্রাইমারী স্কুল মাঠে বিশাল জনসভার ঐ অনুষ্ঠানে মো.আব্দুস সালাম(নিজামপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটি'র সদস্য,শার্শা উপজেলা বিএনপি)'র সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শার গণমানুষের প্রিয় নেতা- প্রবীন রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু
(আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি)। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নিজামপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-আবুল হাসান জহির(সিনিয়র যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি ও সভাপতি,নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুরুজ্জামান লিটন
(সাবেক সহ-সভাপতি,
যুবদল কেন্দ্রীয় কমিটি),
মো.আশরাফুল আলম বাবু(সদস্য,শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-
মো.আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা),মো.শহিদুল ইসলাম শহীদ (যুগ্ম-আহবায়ক,যুবদল,
শার্শা উপজেলা),মো.সহিদ আলী(সাধারণ সম্পাদক,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫)।
বিশাল ঐ সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে আ.লীগ সরকার বিএনপি'র নেতা-কর্মীদের উপর যে অমানুষিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছিল,আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সেই অপকর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই। তারা বলেন,
৭১-এর ডিসেম্বরে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর, স্বাধীন বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিল, একইভাবে ৫ আগস্ট/২০২৪ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ায় ঐতিহাসিক মুহূর্তটিকেও একইভাবে উপভোগ করেছে এ দেশের সাধারণ মানুষ। ৫ আগস্টের ঐতিহাসিক সময় আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি, তাঁবেদার হাসিনামুক্ত বাংলাদেশে সবার একটাই প্রতিক্রিয়া ছিল- স্বাধীনতা ফিরে পাওয়া। আপনারা জানেন,বিগত আ.লীগ শাসন আমলে এ অঞ্চলে শেখ আফিল উদ্দিন ভূমি দখল থেকে শুরু করে এলাকার বিএনপি'র নেতা-কর্মীদের উপর অন্যায়-অত্যাচার,জুলুম-নির্যাতন চালিয়েছিল,তার জবাব আগামী নির্বাচনে জনগণ প্রতিউত্তর দিবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-মো.আব্দুর রউফ মন্টু(যুগ্ম আহবায়ক,নিজামপুর ইউনিয়ন বিএনপি)।