কমলগঞ্জে আলোয় আলো প্রকল্প-২ এর শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরন

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ




জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

চিত্তবিনোদনের মাধ্যমে ৩-৫ বছরের বাচ্চাদের মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প-২, তারই ধারাবাহিকতায় বাচ্চাদের শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করা হচ্ছে। 


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে আলোয় আলো প্রকল্প-২ এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। 


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকার দিকে কমলগঞ্জের আলীনগর চা বাগানের বড় লাইন শিশু কাননে ১৭ শিশু সহ আলীনগরে বিভিন্ন শিশু কাননে মোট ৮৫ জন বাচ্চাদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করা হয়। 



আলোয় আলো প্রকল্প-২ এর প্রকল্প অফিসার বিজয় কৈরী এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন আলীনগর চা বাগানের সহকারী ম্যানেজার পল্লব রায়, আলোয় আলো প্রকল্পের সমন্বয়কারী মো. আমিনুর রহমান, আলীনগর ইউপি সদস্য রামবিরিচ কৈরী, আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র।


এসময় অভিভাবকরা বলেন আমাদের বাগানে এমন একটি শিশু কানন পেয়ে আমরা খুব আনন্দিত, কারন এত ছোট বাচ্চাদের কোন স্কুলে পাঠানো যায় না। তাছাড়া আমরা ঘরের মধ্যেই তাদেরকে সামলে রাখতে হিমশিম খেতে হয় কিন্তু এখানে শিক্ষিকা খুব সহজেই তাদেরকে সামলে নেন। আমাদের বাচ্চারা এখানে খেলার ছলে নানা ছড়া এবং শিক্ষনীয় অনেক কিছু শিখতে পারছে। 


এছাড়াও উপস্থিত ছিলেন, আলোয় আলো প্রকল্পের শিশু কানন স্কুলের শিক্ষিকা আশা কৈরী, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক জায়েদ আহমেদ এবং অভিভাবক বৃন্দ। 



উল্লেখ্য যে, এ প্রকল্প থেকে ১৩০ টি শিশু কাননের ২৬১৫ জন এবং ১১ টি ডে কেয়ার সেন্টারের ২৪১ জন শিশুর মাঝে এসকল খেলনা সামগ্রী বিতরন করা হচ্ছে। আলোয় আলো প্রকল্প চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার  ৩০ টি চা বাগান ও ২ টি হাওর অঞ্চলে কাজ করছে। এই প্রকল্পটি বিভিন্ন চা বাগান ও হাওর এলাকার পিছিয়ে পড়া শিশু, কিশোর কিশোরী, যুবক ও নারীদের নিয়ে শিশুর প্রারম্ভিক বিকাশ, প্রাক-প্রাথমিক শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে।

সারাদেশ এর আরও খবর: