টাস্কফোর্সের অভিযান বেনাপোলে বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন   |   সারাদেশ




মনা, যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসনের একটি টাস্কফোর্স টিম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অভিযান চলে।


বিজিবির একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ভারতীয় মালামাল শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এনে তা জড়ো করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এমন সংবাদ জেলা প্রশাসনের কাছে আসে। সেই সংবাদের ভিত্তিতে ৯৪ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ রাসেল মিয়ার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। একই সাথে বিজিবির ৩০জন সদস্যকে নিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়।


এর মধ্যে রয়েছে ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ৯টি কোটি এবং ৩২৯টি স্কিন ক্রীম। যার বর্তমান বাজার মূল্য ২৩ লাখ ৫ হাজার ২শ টাকা। জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

সারাদেশ এর আরও খবর: