রায়গঞ্জে সড়ক সংস্কারের কাজের উদ্বোধন।

 প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন   |   সারাদেশ





সিরাজগঞ্জ. জেলা প্রতিনিধি: 


সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক সংস্কারের কাজেরর শুভ উদ্বোধন করা হয়েছে।



আজ বুধবার (১২ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 



 উপজেলার ধানগড়া ইউনিয়নের প্রশাসক ইলিয়াস হাসান শেখ


এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।


 



এ সময় ইলিয়াস হাসান শেখ জানান, মডেল ইউনিয়ন পরিষদ বাস্তবায়নে ধানগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিজানা আলিম মাদ্রাসার সামনে হতে তাহের আলীর বাড়ি  পর্যন্ত (৩০০ ফুট) রাস্তার এইচ.বি.বি কাজের সড়ক সংস্কার করা হবে।



তিনি আরো বলেন, 


 ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে।




এ সময়  উপস্থিত ছিলেন,


উপজেলা বিএন'পির সাবেক সভাপতি শামসুল ইসলাম,সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, প্যানেল 


 চেয়ারম্যান আমিনুল ইসলাম, ওয়ার্ড মহিলা সদস্য আনোয়ারা খাতুন পান্না, উপজেলা ছাত্র প্রতিনিধি ফারদিন হাসান মুজাহিদ, সাব্বির রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুস সবুর, হুজাইফা হিজল, আসাদুল্লাহসহ স্থানীয় উৎসুক জনতা।

সারাদেশ এর আরও খবর: