রাজধানীর ডিবি পুলিশ অভিযানে রামপুর এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ




মনা নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর রামপুরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলিম ইসলাম (২৭) ও ২। আমিরুল ইসলাম (৪৪)।


রবিবার (২৫ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:২৫ ঘটিকায় রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায়  দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে আলিম ও আমিরুলকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রামপুরাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাদেশ এর আরও খবর: