রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আটক।

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন   |   সারাদেশ




মনা নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন (৩২)কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।


রবিবার (২৫ মে ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।


সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। গত ৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।


সিটিটিসি সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে রবিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাদেশ এর আরও খবর: