ফরিদপুর-৪ এর জনগণের প্রার্থী হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন আর্কিটেক্ট মুজাহিদ বেগ।

ফরিদপুর প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনী মাঠে দিন দিন বাড়ছে উত্তেজনা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন আর্কিটেক্ট মুজাহিদ বেগ।
ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, এলাকাভিত্তিক মতবিনিময় সভা এবং সামাজিক কর্মকাণ্ডে সরব উপস্থিতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন।
বিশেষ করে এলাকার তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ক্রীড়া অনুরাগী হিসেবে তার রয়েছে দীর্ঘদিনের সরব ভূমিকা। ফরিদপুর-৪ এর তিনটি উপজেলাতেই—ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন—তিনি বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
একজন সংগঠক হিসেবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে তার অবদান প্রশংসনীয়। ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধুলার পৃষ্ঠপোষকতা ও আয়োজনে তার অংশগ্রহণের কারণে এলাকাবাসীর মধ্যে রয়েছে ব্যাপক আস্থাবোধ।
সম্প্রতি তিনি প্রতিটি ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে সাধারণ মানুষের মন জয় করেছেন। চিকিৎসা সেবা গ্রহণকারীদের ভাষ্য মতে, “বিনা পয়সায় এমন সেবা আগে কখনও পাইনি। উনি সত্যিকারের একজন মানবিক মানুষ।”
স্থানীয় একজন প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন সাংসদ চাই, যিনি উন্নয়নের পাশাপাশি মানবিক হবেন। মুজাহিদ বেগ সেই যোগ্য মানুষ।”
এখন সময়ের অপেক্ষা—এই তরুণ সমাজবান্ধব প্রার্থী কতটা ভোটে পরিণত করতে পারেন জনগণের ভালোবাসা।