বড়াইগ্রামে বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ।

জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার ও বড়াইগ্রাম পৌরসভার পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস-এর নেতৃত্বে বড়াইগ্রাম পৌরচত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, “একটি গাছ একটি প্রাণ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রত্যেককে পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান চালানো হয়। বাল্যবিবাহকে সমাজের জন্য ‘গভীর অভিশাপ’ আখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “শিক্ষা ও সামাজিক সচেতনতাই বাল্যবিবাহ প্রতিরোধের প্রধান হাতিয়ার। এ ক্ষেত্রে সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে প্রশাসনের পাশে দাঁড়িয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।কর্মসূচির অংশ হিসেবে তিনি দিঘলকান্দি মাদ্রাসা পরিদর্শন করেন এবং নূরদহ পীরপাল কবরস্থানের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,পরিবেশ সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।