বদরগঞ্জে বাংলাদেশ বন্ধু স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন   |   সারাদেশ




নিজস্ব প্রতিবেদক, বদরগঞ্জ (রংপুর):

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্রীড়া ও যুব উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা সংগঠন বাংলাদেশ বন্ধু স্পোর্টিং ক্লাব ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শনিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।


ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকে উল্লেখযোগ্য অবদান রাখায় মো. নুরুল আমিনকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তিনি বলেন,

“যুবসমাজকে সুসংগঠিত করা এবং খেলাধুলার মাধ্যমে বদরগঞ্জকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”


সভায় নবনির্বাচিত সভাপতি হাবিবুর বকশী বলেন,

“এই কমিটি ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক কাজে একসাথে কাজ করবে। বদরগঞ্জের তরুণদের সঠিক পথ দেখাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


⭐ বাংলাদেশ বন্ধু স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি (২০২৫–২৬)


প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মো. নুরুল আমিন


সভাপতি: হাবিবুর বকশী


সহ-সভাপতি: আরিফুল ইসলাম


সাধারণ সম্পাদক: সাইফুল রহমান


যুগ্ম সাধারণ সম্পাদক: মিজানুর করিম


সাংগঠনিক সম্পাদক: রাশেদ মোল্লা


অর্থ সম্পাদক: জাহিদুল হক


ক্রীড়া সম্পাদক: ইমরান হোসেন


তথ্য ও প্রচার সম্পাদক: সাব্বির খান


দপ্তর সম্পাদক: শফিকুল আলম


কার্যনির্বাহী সদস্যবৃন্দ:


মাহমুদুল ফেরদৌস


কামরুল আজাদ


আরমান সিকদার


-ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা


নতুন কমিটি বদরগঞ্জের যুবসমাজের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছে—


নিয়মিত ফুটবল, ক্রিকেট ও ইনডোর গেমস টুর্নামেন্ট আয়োজন


রক্তদান কর্মসূচি, সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ


মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন


প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নের আয়োজন


স্থানীয় তরুণদের নেতৃত্ব, সাংগঠনিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধি


🌟 সমর্থন ও শুভেচ্ছা


স্থানীয় ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সকলের সহযোগিতায় ক্লাবটি বদরগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ

সারাদেশ এর আরও খবর: