সিরাজগঞ্জে কৃষি মেলা-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন   |   সারাদেশ



জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে প্রকল্পের অংশগ্রহণকারী উৎপাদিত পণ্যের যোগসূত্র শীর্ষক নগর কৃষি মেলা-২০২৫ এর  উদ্বোধন করা হয়। পরে অতিথিরা  মেলায় স্থাপিত ৯টি স্টল  পরিদর্শন, আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাক, সিরাজগঞ্জের আয়োজনে, 

সিরাজগঞ্জ পৌরসভার সহযোগিতায়,  

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে,নগর কৃষি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। সিরাজগঞ্জ ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রইস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের উপ-পরিচালক এ.কে.এম.মনজুরে মাওলা,অতিরিক্ত উপ-পরিচালক উদ্যাণ জেরিন আহমেদ,অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ এ.কে. এম. ফরহাদ হোসাইন, নগর পরিকল্পনাবিদ আনিসুর রহমান,অ্যাকাউন্ট অফিসার ওয়ারেছুল কবির,সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন,ব্র্যাক আরবান এগ্রিকালচার প্রজেক্ট এর রিজিউনাল ম্যানেজার রবিউল ইসলাম। জানা যায় যে, এ প্রকল্পের উদ্দেশ্যঃ জলবায়ু পরিবর্তন ক্ষতিকর প্রভাবে সিরাজগঞ্জ পৌরসভায় বসবাসরত ক্ষতিগ্রস্থদেরকে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করা। এই প্রকল্পের উদ্দেশ্য।প্রকল্পের মডিউল তৈরি করে শাক-সবজী উৎপাদনের প্রশিক্ষণ ও গবাদি পশু পাখি লালন -পালন প্রশিক্ষণ প্রদান। কার্যক্রম সম্পর্কে পুরো কমিউনিটির মানুষকে প্রকল্প অবহিত করণ। ৬ হাজার নারী সদস্যকে বিভিন্ন সিজনের উপর শাক-সবজি বীজ ও কৃষি সরঞ্জামাদি প্রদান করেন। ১৫ শত নারী সদস্যকে গবাদি পশু পাখির বিভিন্ন ম্যাটারিয়াল বিতরণ করেন। ২০ টি ভার্মিকম্পোষ্ট তৈরি ও কেচো সার উৎপাদন উৎসাহিত করণ,২০টি প্রদর্শনী সবজি বাগান প্রস্তুত করণ ও সবজি চাষে উৎসাহিত করণসহ ৩'হাজার ক্রোপ ক্যালেন্ডার প্রদান করা হয়। ৬'হাজার পরিবারকে কোভিড সেফটি ম্যাটারিয়ালও প্রদান করা হয়।বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক নিয়মিত গ্রুপ মিটিং,মার্কেট লিংকেজ সভা,৬'হাজারটি পুষ্টিকর খাদ্য রান্না চর্চার উপর সেশন এবং শহরে কৃষি মেলার আয়োজন করা।

সারাদেশ এর আরও খবর: