সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০টি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১২:২৬ অপরাহ্ন   |   সারাদেশ


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন শতাধিক মানুষের বিরুদ্ধে দায়েরকৃত ১০টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।গতকাল মঙ্গলবার (২৭ জুলাই)  সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গোপালপুর ও চর কৈজুরি এলাকার তিন শতাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার হাজী আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল হাই ও পলিটেকনিক শিক্ষার্থী হাবিবুর রহমান। বক্তারা বলেন, গত মে মাসে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সরকার ও মন্ডল গ্রুপের মধ্যে হওয়া সংঘর্ষের জের ধরে স্থানীয় মন্ডল গ্রুপের লোকজন অন্তত ১০টি  মামলা দায়ের করে। এই মামলাগুলোতে সরকার গ্রুপের লোকজন ছাড়াও গোপালপুর ও চর কৈজুরি গ্রামের অন্তত ৩ শতাধিক মানুষকে আসামি করা হয়। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

সারাদেশ এর আরও খবর: