রাজৈরে কালিবাড়ি ব্রিজে অটো উল্টে খাদে পড়ে আহত ২।

স্টাফ রিপোর্টার,আউয়াল ফকিরঃ
বরিশাল ঢাকা মহাসড়কে দূর্ঘটনা। রাজৈর থেকে টেকেরহাট যাওয়ার পথে অটো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় ২ জন। স্থানীয় সূত্রে জানা যায় রাজৈর থেকে আসার পথে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঐ অটোতে ৪জন যাত্রী ছিলো। তাদের ভিতর ২ জন বৃদ্ধ লোক ছিলো একজন পুরুষ বাকিজন মহিলা। তারা দুজনই গুরুতর আহত হয়েছে। বাকি দুজন সহ ড্রাইভারের হালকা চোট লেগেছে।
স্থানীয় লোকজনের কাছ থেকে আরো জানা যায়, অটোটি যখন চলন্ত অবস্থায় ছিল ড্রাইভার ফোনে কথা বলছিলেন, ফোনে কথা বলতে বলতে সে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ও অটোটি খাদে পড়ে উল্টে যায়।