বিশ্বনাথ জোনাল অফিসে পল্লী বিদ্যুৎ এর লাগামহীন বিল,বিপাকে সাধারণ মানুষ।

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯)'র সংক্রমণ থেকে বাঁচতে গৃহ বন্দী দেশের মানুষ। মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর ও গরীব মানুষগুলো চরমভাবে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন হয়ে পড়ছেন অসংখ্য, অগুনিত মানুষ। দু'বেলা দুমুঠো অন্নের জন্য গৃহ বন্দী মানুষ আজ দিশেহারা। দেশের এই দূর্যোগের ঘনঘটার সময়ে বিভিন্ন মহল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে কঠোর অভিযোগ এসেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বনাথ জোনাল অফিসের বিরুদ্ধে। লাগামহীন বিল আদায় করা সহ নানা অভিযোগ এসেছে বিশ্বনাথ জোনাল অফিসের বিরুদ্ধে। চরম ভোগান্তির স্বীকার অনেক ভুক্তভোগী গ্রাহক এ প্রতিবেদকের কাছে জানান যে,বিগত মাসগুলোতে যেখানে একমাসের বিদ্যুৎ বিল এসেছে ৩০০-৩৫০ টাকা,সেখানে মার্চ-এপ্রিল মাসের বিল এসেছে ১৭০০ টাকা অর্থাৎ দ্বিগুণ। তাছাড়া এমনও গ্রাহক আছেন যাদের করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ ছিল, তাদেরকেও গুনতে হচ্ছে আগের অনুপাতের দ্বিগুণ বিল।
বিদ্যুৎতের এহেন অসামঞ্জস্য বিলের ব্যাপারে বিশ্বনাথ জোনাল অফিসের মোবাইল নং কল দিয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা এ প্রতিবেদকের কাছে জানান যে করোনা পরিস্থিতির কারণে হয়তো এমন হয়েছে, কেউ বিলের কাগজ দিয়ে অভিযোগ করলে, তারা সেটা সংশোধন করে দিবেন। কিন্তু বাস্তব চিত্র সম্পুর্ন আলাদা, বিলের কাগজে বিদ্যুৎ বিল যা লেখা আছে, তাহার পুরোটাই দিতে হচ্ছে গ্রাহকদের।
দেশের এই পরিস্থিতিতে এ রকম অহেতুক বেশি বিলের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিশ্বনাথ উপজেলার ভুক্তভোগী সাধারণ জনগণ।