করোনা নিয়ম ভঙ্গের অভিযোগে উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা।

 প্রকাশ: ১৬ মে ২০২০, ১১:২৮ অপরাহ্ন   |   থানার কথা


সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :

দেশে মহামারী করোনা প্রতিরোধে সরকার ঘোষিত বিভিন্ন নিয়ম নীতি ও জনসচেতনতা মুলক প্রচারনা অব্যাহত থাকলেও সিরাজগন্জের উল্লাপাড়ায় এমন নিয়ম ভঙ্গের অপরাধে ৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। মুখে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরুত্ব না মেনে চলাফেরা ও বেচাকেনা করার অপরাধে তাদেরকে ৪ হাজার ২শ টাকা জরিমানা করেছেন। শনিবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ সহযোগীতা করেন।

থানার কথা এর আরও খবর: